মনপুরায় উপজেলার মৎস্যজীবিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের মতবিনিময় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ মহিব্বুল্যাহ ইলিয়াছ।। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের সাথে ভোলার মনপুরা মনপুরা উপজেলা মৎসজীবী ও জেলেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।দুই দিনের সরকারি সফরে স্পীডবোট যোগে মনপুরার ঢালচরের মতবিনিময় সভা শেষে মনপুরায় আসেন। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজির হাট ল্যান্ড স্টেশনের সামনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। এসময় জেলেদের নান সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির সভাপতি নাছির মহাজন ও মৎসজীবী সংগঠনের নেতা মো.মনিরসভায় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সহজলভ্য ঋণের ব্যবস্থা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ সহ জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ কামাল হোসেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির সভাপতি নাছির মহাজন ও মৎসজীবী সংগঠনের নেতা মো.মনির প্রমূখ। SHARES সারা বাংলা বিষয়: