মান্দায় বসত ভিটার গাছ জোর পূর্বক কেটে নেওয়ার অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
আবু সাঈদ।। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেঁটে নেওয়ার অভিযোগ উঠেছে। মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পার নুরুল্যাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন কিছু দিন আগে ও প্রতিপক্ষ সামাদ গংরা আমার বাবার দেওয়া গাছ কাটার চেষ্টা করে।গত ১৭ তারিখ আশরাফুল ইসলাম ও তার বড় ভাইয়ের পরিবারের অনুপস্থিতিতে সামাদ গংরা গোপনে গাছটি বিক্রয় করে।এবং ১৮ তারিখ গাছটি কর্তন করার দিনে অভিযোগকারী আশরাফুল ইসলাম বাড়িতে উপস্তিত থাকায় গাছ কাটতে বাধা দান করেন।কিন্তু, তার বাধা অমান্য করে জোরপূর্বক বিবাদী সামাদ পক্ষ গাছটি কাটতে থাকে। এ অবস্থায় উত্তপ্ত পরিবেশ তৈরি এবং সামাদ গংরা আক্রমণাত্মক হয়ে উঠলে বাদী আশরাফুল ইসলাম স্থানীয় সরকারের কাছে জরুরি ভিত্তিতে ফোন কলের মাধ্যমে ঘটনা জানায়।যার ফলশ্রুতিতে ইউনিয়ন পরিষদ থেকে দায়িত্বরত চৌকিদার ঘটনাস্থলে এসে বাধা প্রদান করে এবং ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত গাছ কাটতে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু, সামাদ গংরা স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক গাছ কাটে।তিনি আরও বলেন, আমার বাবার বেচেঁ থাকতে কিছু গাছ আমাকে দিয়ে গেছেন কিন্তুু আমার প্রতিপক্ষ তা স্বিকার করে না তাই তারা জোর পূর্বক গাছ টি কেটে নিয়ে বিক্রিয় করে দেই। এব্যাপারে প্রতিপক্ষ সামাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় তবে তার ছেলে নাহিদ এর সাথে কথা হলে কর্তন কৃত গাছ নিজের বলে দাবি করেন। স্হানীয় দের সাথে কথা হলে তারা জানান, আশরাফুল দের সাথে সামাদ গংদের অনেক দিন ধরে বিরোধ চলে আসছিলো। তবে আমাদের জানা মতে ঐ গাছ তার বাবার রোপন করা তার মৃত্যুর পর এটা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছিলো।এ ব্যাপারে ১০ নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান জাইদুর রহমান জানান এ ব্যাপারে অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।