নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ অরুপ দেব ।। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০১ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।’বায়ুদূষণে সমস্যা ও রোধ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৬৫ তম আসরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক কমিশনার সজল সাহার সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক রবিউল আলম,প্রভাষক স্বপ্না চক্রবর্তী ।উপস্থাপনা করেন শিক্ষক,আবৃত্তিকার অরুপ দেবনাথ।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মাহবুবুর রহমান,বংশীবাদক সম্পদ দে,শিক্ষক সজল কর্মকার,ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল, শিক্ষক মনি গাঙ্গুলি,শিক্ষক শঙ্করী পাঠক,স্বেচ্ছাসেবী ইউসুফ জামিল,রনি, একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি প্রমুখ।দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন অরুপ দেবনাথ,অনাবিল ও অভিনয় করেন শুভজিৎ,অভি,তীর্থ।গান পরিবেশন করেন রবিউল আলম,মনি গাঙ্গুলি।বাঁশিতে সুর তোলেন বংশীবাদক সম্পদ দে। SHARES সারা বাংলা বিষয়: