সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
ইমন মিয়া ।। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে সিজারে ভুল চিকিৎসায় ফুলছড়ি উপজেলার বাগ বাড়ী গ্রামের সবুজ মিয়ার স্ত্রী ও নবজাতক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ ফেলে পালিয়েছে ডাক্তারসহ হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ জানুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এই ঘটনাটি তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষেরঅবহেলার কারনে এমন ঘটনা ঘটেছে ৷ এই হাসপাতালে গত কয়েক বছরে ১০ জনের বেশি রুগী ও নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনা সম্পর্কে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি। আরও বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই হাসপাতাল বন্ধ করাসহ প্রসূতি মা ও নবজাতক মেয়ের হত্যার দায়ে চিকিৎসক ও কর্তৃপক্ষের বিচারের দাবী করেন।