ভাঙ্গায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুটি বাড়ির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মোঃ রিপন।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে খাঁন গ্রুপ এবং তালুকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে এক পর্যায়ে হাবিব তালুকদার গ্রুপের লোকজন হামলা চালিয়ে দুটি বিল্ডিং ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এদের মধ্যে খাঁন গ্রুপের নেতৃত্ব দেন নাসির খাঁন এবং তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন হাবিব তালুকদার
এবিষয়ে সরাইবাড়ি গ্রামের ডলি বেগম জানান, আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ থাকে না। সেই সুযোগে হাবিব তালুকদারের লোকজন এসে আমাদের বাড়িতে ভাঙচুর চালায় এবং লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে হাবিব তালুকদারের বক্তব্য নেওয়ার জন্য বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এসময় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল,সরকি, রামদা নিয়ে মুখোমুখি অবস্থান করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।