কেন্দুয়ায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গোলাপি রঙের ৩০০ পিচ (মাদকদ্রব্য) ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে নেত্রকোণা ডিবি পুলিশ ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ৫সদস্যের একটি টিম উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুরের মোড় থেকে ৩০০ পিচ (মাদকদ্রব্য) ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয় কেন্দুয়া পৌরসভার কান্দিউড়ার বাসিন্দা মোঃ ফয়সাল মিয়া (৩৩) ও মোঃ সুকন মিয়া (২৮)কে । তবে একই গ্রামের আরেক মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া আগেই টের পেয়ে  পালিয়ে যেতে সক্ষম হয় । পরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃতদেরকে মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে ১৫নং মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম জানান, সম্পূর্ণভাবে নেত্রকোণা জেলা ডিবি পুলিশের তত্ত্বাবধানে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয় । যাবতীয় তথ্য ও আলামত তাঁরাই ভালো বলতে পারবেন ।
এ বিষয়ে নেত্রকোণা জেলা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আরমান আলীর সাথে যোগাযোগ করা হলে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই । তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।