লালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গোপালপুর পৌর যুবলীগের সদস্য, খুনী ও শীর্ষসন্ত্রাসী রায়হান (৪১)গ্রেফতার ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নাটোরের লালপুর উপজেলায়  ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গোপালপুর পৌর যুবলীগের সদস্য খুনী ও আওয়ামী লীগ শীর্ষসন্ত্রাসী রায়হান (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) রাতে উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।খুনী ও সন্ত্রাসী রায়হান একই মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও শিশু হত্যা মামলার আসামী প্রাক্তন পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেনের ভাই,যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।তার আরেক ভাই,ফ্যাসিবাদী মাস্টারমাইন্ড মোঃ কাইয়ুম এখনও এলাকায় প্রকাশ্যে অফিস আদালতসহ পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছে। খবরটি ছড়িয়ে পড়ার পরে গত ১৫ বছর ধরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম থেকে এলাকাবাসীর ও জনমনে কিছুটা স্বস্তি ফিরে আসে।এছাড়া এলাকাবসী গোপালপুর পৌরসভার অপর দুই শীর্ষ সন্ত্রাসী নিহত আওয়ামী লীগ নেতা মোঃ রশিদের ছোট ভাই শাজাহান ও লালপুর থানা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল ভূইয়াকে গ্রেফতারের দাবী জানায়।
বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু।তিনি বলেন,গোপন তথ্য ও প্রমান এবং  সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুনী ও সন্ত্রাসী রায়হানকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।