ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

শরীফ।সিলেটের ওসমানীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল সহাকারে সভায় অংশগ্রহন করেন।সভার পূর্বে বাংলাদেশ জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সম্মিলিত একটি র‍্যালি নিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দক্ষিন গোয়ালাবাজারে আলোচনা সভায় মিলিত হন তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী।প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা, যুগ্ম সম্পাদক কয়েছ আহমেদ চৌধুরী, মাজাহারুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির।

ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লয়লুছ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বকস, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সুহেল, জেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক আহসান মাহবুব, তুফায়েল চৌধুরী উজ্জল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিমন মাহমুদ রাসেল, রমজান আলী, সাইদুর রহমান, রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম,জালাল উদ্দিন, জগলু মিয়া, এমাদুল হক, জুয়েল আহমেদ, রফিক আহমেদ, জিয়া উদ্দিন, হুমায়ূন আহমেদ, আনোয়ার হোসেন,মাছুম আহমেদ মিজান মিয়া,মানিক মিয়া, শামিম আহমেদ, মামুন মিয়া, রাজন আহমেদ, মাফিক মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের দলের এই অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগে শাষনামলে নির্যাতিত নিপিড়ীত হয়েও মাঠ ছাড়েনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গুম করে রেখেছে। অনতিলম্ব এম. ইলিয়াস আলীকে ফিরত না দিলে দুর্বার আন্দলনের ঘোষনা আসবে।এছাড়া পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সন্ত্রাস, গুম, খুন, অর্থপাচার সহ সকল অনিয়মের বিচারের জন্য অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি দাবি জানান তারা।