গাজী নজরুল ইসলামঃ সারাদেশে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। বুধবার (২১ এপ্রিল) কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষক লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছর ধরে কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল।
এই কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও কৃষক লীগ কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে কৃষকের ধান কেটে ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দিবে।এসময় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সারাদেশের কৃষক লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।
উক্ত নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ কয়রা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন এর নেতৃত্বে আজ দিনব্যাপী খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অসহায় কৃষক রবিন মিস্ত্রি, ভবেন মিস্ত্রী ও দেবজয় মিস্ত্রির ১২ বিঘা জমির ধান কেটে বাড়ি তুলে দেন, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ আমাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ খায়রুল ইসলাম,৫নং ওয়ার্ডের সভাপতি প্রবীর মিস্ত্রি, ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি সুবোধ মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা দেবজয় মিস্ত্রি, ভবেন মিস্ত্রী, আনিছুর সরদার, আজিজুল খোকন, রনজিত সরকার সহ বাংলাদেশ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।