জামাল : সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউন ও পবিত্র রমজানকে কেন্দ্র করে অস্থিতিশীল বরিশাল নগরী রুপাতলী কাঁচাবাজার গুলোতে।
হু হু করে বাড়ছে অধিকাংশ সবজির দাম, বাজারের এমন চিত্রে দিশেহারা অবস্থায় ক্রেতারা। ২২ এপ্রিল বৃৃহপতিবার সকলে বাজারঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন কিছু কিছু পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেলেও তুলনামূলক দাম সহনীয় পর্যায়ে আছে।
পক্ষান্তরে ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কিছু কিছু পণ্যের দাম দুই থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। যা নিম্ন মধ্যবিত্তদের জন্য ক্রয় করা কষ্টসাধ্য। তারা আরো বলেছেন, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম দুই তিন গুণ বেড়ে যাওয়ায় কৃষকের কোনো লাভ হচ্ছে না। বাজার ঘুরে বেগুন, কাঁচা মরিচ, টমেটো, গাজর, শসাসহ অন্যান্য সবজির দামেও অস্বাভাবিক তারতম্য লক্ষ্য করা যায়।