বৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

তাহিরপুরে একটি নিরীহ পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় অভিযোগ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২২, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

শাহীন আলমঃ পূর্ববিরোধের জেরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও তার সহযোগি কর্তৃক স্থানীয় ঘাগড়া গ্রামের নিরীহ আব্দুল হাই এর ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে প্রাণে মারার হুমকির ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৯ এপ্রিল বিকেলে জাহাঙ্গীর আলম বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ নিজাম মিয়ার এই ০১৭৪৬-৮৬৩৭২৭ নম্বরে তাকে ফোন দিয়ে কথা বলার এক ফাকেঁ ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ফোন ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালসহ তাকে কলম দিয়ে ঘা মারিয়ে খুন করিবে মর্মে প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে ঘটনার দিন সন্ধ্যায় তার ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তার জন্য তাহিরপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে জাহাঙ্গীর আলম পৃথক আরো একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে জানা যায়, বাদাঘাট ইউপি চেয়ারম্যান ও সুহালা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আপ্তাব উদ্দিন, ইছবপুর গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে মো. দানিছ মিয়া, ঘাগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. মানিক মিয়া ও মোল্লাপাড়া গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে নিজাম মিয়া কর্তৃক ঘটনার দিন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছেন ।

এছাড়া ও দানিছ মিয়া তার বাবাকে মারপিঠ করবে বলেও ভয়ভীতি প্রদর্শন করে। তাছাড়া মানিক মিয়া তাকে রাস্তায় একা ফেলে মোটর সাইকেল উপরে উঠাইয়া প্রাণে মারার পরিকল্পনার অংশ হিসেবে চেয়ারম্যানের নেতৃত্বে গত ২০ এপ্রিল ৩০/৪০জন জড়ো হয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে তাকে না পেয়ে তার পিতা মাতাকে হুমকি দামকী দিয়ে আসে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে অভিযোগকারী মো. জাহাঙ্গীরআলমের সাথে যোগাযোগ করা বলে তাকে মোবাইল ফোনে আপ্তাব কর্তৃক হুমকির বিষয়টি স্বীকার করে জানান তিনি বর্তমানে তার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগতেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আপ্তাব উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলা হাসপাতালের নির্মাণকাজ শেষের পথে

দীর্ঘদিনে টেঁটা যুদ্ধ নিরসনে পুলিশের উদ্যোগে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত

গত ২৪ ঘন্টায় ৪৮ জনের করোনা শনাক্ত মৌলভীবাজারে

ডাসারে অফিসার ইনচার্জ হাসানুজ্জামানের সফলতা, থানা মামলা শূন্য

সুজানগরের নাজিরগঞ্জ বাজারে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের সাত সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও নথি উদ্ধার

কানাইঘাটের সুরইঘাট সীমান্ত থেকে ৫ রাউন্ড গুলিসহ পাইপ গান উদ্ধার করেছে বিজিবি

রূপগঞ্জে অবৈধ ‘ডিডি ফুডস’ কারখানায় র‌্যাবের অভিযান

কুলিয়ারচরে নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে বিদ্যালয়ের অবৈধ কমিটি বাতিলের  দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালিত 

Design and Developed by BY AKATONMOY HOST BD