মোহাম্মদ সোহানঃ মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর (টিলাগাঁও) গ্রামে বিদ্যুৎপিষ্ট হয়ে সালমা বেগম (১৪) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে দিনমজুর মিনার মিয়ার মেয়ে ও ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সকালে বাড়ির রান্নাঘরে এ ঘটনাটি ঘটে।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে মা-বাবা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়লে সকাল সালমা বেগম উঠে রান্না ঘরে গিয়ে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরী করতে যায়। এসময় একটি ভাঙ্গা স্যুইচ বোর্ডে স্যুইচ দেয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে বাঁচার জন্য ছটফটানি দেয়। এসময় মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার পিতা মিনার মিয়া উঠে দ্রুত বিদ্যুতের মেইন স্যুাইচ বন্ধ করলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।