এম.এ. সাঈদ (বাবু): ইরি ধান কাটার শ্রমিক সংকটের কারনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কুড়িগ্রাম। লাল মনিরহাট, গাইবান্ধা পঞ্চগড় সহ অন্যান্য জেলা থেকে দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক দেরকে স্বাস্থ্য বিধি মেনে ধান কাটার জন্য পাঠানো হচ্ছে। আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার ভূরুঙ্গামারী উপজেলা থেকে দুপুর ২:০০টার দিকে কান্তি পরিবহ৮নের একটি চেয়ার কোচে শ্রমিক নেতা জহুরুল হকের নেতৃত্বে ৪৫ জন শ্রমিক মুন্সী গঞ্জ জেলার শ্রীনগরে ধান কাটার জন্য রওনাদেন। কথাবলে জানা যায়।
এলাকায় শ্রমিকের প্রয়োজন অনুযায়ী চাহিদা প্রেরন করে ধান কাটার জন্য শ্রমিক নিচ্ছে পাবনা, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জ বগুড়া কুমিল্লা সহ দেশের বিভিন্ন ধান সমৃদ্ধ জেলা গুলো। তার আলোকে ভূরুঙ্গামারী থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় এই ৪৫ জন শ্রমিককে পাঠানো হয়।