শফিকুল ইসলাম সোহেলঃ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভ‚মিসহ বাড়ি পাচ্ছেন পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপনকারী সেই মতি বেপারী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, রুদ্রকর ইউনিয়নের উত্তর চন্দনকর গ্রামে মতি বেপারীর বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার ঘোষণা দেন।
শরীয়তপরের স্থানীয় সাংবাদিকরা পলিথিনের ঘরে মতি বেপারী দম্পতির মানবেতর জীবন শিরোনাম খবর প্রকাশ করলে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নজরে আসে। জেলা প্রশাসকের নজরে আসার পরেই শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সরেজমিন পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শন শেষে মতি বেপারীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি বাড়ি একটি ঘর দেওয়ার ঘোষণা দেন ইউএনও মনদীপ ঘরাই।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, জামাল সাহেব নিউজটা করেছেন নিউজটা দেখার পরেও আমরা এক মুহূর্তও বসে থাকিনি। ডিসি স্যারের নির্দেশে মতি বেপারীর বাড়িতে এসেছি। তারা পলিথিনের নিচে বসবাস করছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন মতি বেপারীর পরিবারকে ঘর দেয়ার ব্যবস্থা করা হবে। এসময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মতি বেপারী।