সোহেল রানাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে পালানোর সময় ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেপঢেবি বাজারে কিসমত কুলছুম কওমি মাদরাসার ছাত্র ব্যবসায়ী মোতালেব হোসেনের পুত্র লাম মিয়াকে (৭) বাড়ির কাজ না আনায় ঐ প্রতিষ্ঠানের শিক্ষক আবু সাঈদ (২০) বেদম মারপিট করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়। পরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। ১৯ এপ্রিল মাদরাসা কর্তৃপক্ষ শালিসি বৈঠকের মাধ্যমে অভিযুক্ত ঐ শিক্ষককে বহিষ্কার করে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানা পুলিশ বাদী হয়ে শিশু নির্যাতন আইনে শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে পুলিশ।ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম শিক্ষক আটকের ঘটনাটি নিশ্চিত করে বলেন, আটক শিক্ষক আবু সাঈদকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।