মাসুদ সরকারঃ নওগাঁর ধামইরহাটে ২ বোতল ফেন্সিডিলসহ ২ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। ২২ এপ্রিল বৃহস্পতিবার তাদের আটক করা হয়। তাদের ব্যবহৃত ইয়ামাহা ফ্রেজার ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক কৃতরা-নওগাঁ শহরের হাট-নওগাঁ পাটালীর মোড়ের আবুল কালাম আজাদের ছেলে মাহবুব আলম রানা এবং একই এলাকার সমরেশ কুমারের ছেলে সঞ্জয় কুমার দাস।
থানা পুলিশ জানান, মাহবুব আলম রানা একজন পেশাদারী মাদকসেবী। নিজেকে দৈনিক বিশ্ব মানচিত্র একটি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করায় তার কাজ। তার বিরুদ্ধে মাদক সেবন, ব্যবসা ও ছিনতাইয়ের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোপূর্বেও রানাকে পুলিশ মাদকদ্রব্যসহ আটক করে হাজতে প্রেরণ করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলায় রয়েছে। রানা জেলও খেটেছেন একাধিকবার।
অপরজন সঞ্জয় কুমার দাস বি বি সি নিউজ ২৪ ডট কম একটি অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিলেও জয় নিয়মিত মাদক সেবন ও বহন করেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রানা ও জয় ফেন্সিডিল নিয়ে উপজেলার রূপনারায়নপুর সীমান্ত থেকে মোটরসাইকেল যোগে শল্পী বাজারে আসার পথে পুলিশ তাদের আটক করে। ধামইরহাট থানার অফিসার ইনর্চার আব্দুল মমিন জানন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই সাংবাদিক নামধারী রানা ও জয় দু’জনকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের পুর্বক পরের দিন শুক্রবার ২৩ এপ্রিল তাদের নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।