মাসুদ রেজাঃ খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে অসহায় দুঃস্থ পুষ্টিহীন মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ও তাড়াশ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ
এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও মর্জিনা ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথিদেশবরেন্য চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি অসহায় দুঃস্থ পুষ্টিহীন মানুষের মাঝে এই পুষ্টি খাদ্য বিতরণ করেন। পুষ্টি খাদ্য তালিকায় রয়েছে ৫ কেজি আলু, উন্নত চাউল ৫ কেজি, ডাল ৫’শ গ্রাম, লবন ১ কেজি, ছোলা ৫’শ গ্রাম ও সয়বিন তেল আধা লিটার।