মাসুদ রেজাঃসিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ইউনিয়নে খোকা শেখ (৬৫) নামে ষাটোর্ধ এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (৯ই এপ্রিল) রাতে উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামে এ নৃশংস হত্যাকান্ড ঘটে। নিহত খোকা মৃত সাবের আলী শেখের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায় , রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে বগুড়ায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, খোকা শেখকে রাতের আধারে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায় । খবর পেয়ে রাতেই তার মরদেহ থানায় আনা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।