মিরাজুল ইসলামঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের মোহাম্মদ মঙ্গল মিয়ার পুত্র মোঃ শাহ আলম মিয়া নামে এক ব্যক্তি নদীতে মাছ শিকার করতে গিয়ে মারা যান। গতকাল ২৩ শে এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর জগন্নাথপুরের শাহ আলম মিয়া নামে এক ব্যক্তির লাশ ভেসে ওঠে কুমিল্লা গোমতী নদীতে।
মৃত মোঃ শাহ আলম মিয়ার সন্তান ও স্বজনরা জানান গত ২২-০৪-২০২১ ইং, রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ ঘটিকায় সময় কুমিল্লা জেলার সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম সংলগ্ন গোমতী নদীতে মাছ ধরতে গিয়ে মোঃ শাহ আলম মিয়া বাড়িতে আসেনি, রাতে বাড়ি না আসায়, ছেলে এবং মেয়েসহ আমরা আত্মীয় স্বজনরা গোমতী নদীতে অনেক খোজাখুজি করেছি। খোজাখুজি করে না পেয়ে আমরা কুমিল্লা কোতয়ালী থানায় নিখোঁজ হওয়ার বিষয়টি জানাই।
পরের দিন সকালে নদীতে আবারো অনেক খোজাখুজি করার পর গোমতী নদীর টিক্কাচর ব্রিজের উত্তর পাড় শাহ আলমের লাশটা স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আমরা সহ স্বজনরা তাৎক্ষণিক নদীর পাড় গিয়ে লাশটি দেখতে পাই। মৃত শাহ আলম মিয়া নদীতে নেমে মাছ শিকার করেছে এবং তার কোমরের পটলা থেকে কিছু মাছ পাওয়া যায়। শাহ আলম মিয়ার মৃত্যুর বিষয়ে স্থানীয়রা সংবাদকর্মীকে জানান- লাশটি এলাকার মানুষ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে এবং কিছুক্ষণ পরে লাশটির আত্মীয়-স্বজনেরা এসে চিৎকার-চেঁচামেচিতে গোমতী নদীর পাড় এলাকার আকাশ ভারি হয়ে যায়।
স্বজনরা আসার পরে স্থানীয়রা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের মোবাইল নাম্বারে কল করলে কিছুক্ষণ পর পুলিশ এসে লাশটি নদী থেকে তোলে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেন সংবাদকর্মীকে জানান- এলাকার মানুষ লাশটি নেওয়ার কথা বলেছে কিন্তু যেহেতু নদীতে পড়ে লাশটি ভেসে উঠেছে এই কারণে আমরা ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল এ নিয়ে যাই। ময়নাতদন্ত শেষে আগামীকাল শনিবার সকালে শাহ আলম মিয়ার লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল হক সংবাদকর্মীকে মুঠোফোনে জানান- গোমতী নদীর পাড় লাশ পাওয়ার বিষয়টি শুনেছি এবং চকবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেন সহ এস আই সাত্তার ঘটনাস্থলে গিয়ে লাশটি নদীতে পড়ে আছে দেখে তারা পাড় থেকে লাশটি তোলে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যু কেমন করে হয়েছে।