জাহিদুল ইসলাম নিক্কন: চাটমোহর থানাধীন ভাদড়া বাইপাস মোড়ে ১১.৩০ ঘটিকার সময় চেক পোস্ট ডিউটি চলাকালে পাবনা শহর দিক আসা একটি মোটরসাইকেল চেক পোস্টের দিকে আসতে দেখে থামার নির্দেশ দিলে চালক মোটরসাইকেল এর গতি বাড়িয়ে পুলিশ এর সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই মোঃ মমিন সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় আসামী মোঃ বাবলু মন্ডল (৫০) সাং-দ্বীপ চর বিশ্বাসপাড়া, থানা ও জেলা-পাবনা।
আসামিকে আটক করে পুলিশ।আটকৃত ব্যক্তির শরীর তল্লাশীকালে তার কোমরে বিশেষ কায়দায় সাদা কাপড়ের ভিতরে রক্ষিত ৯ টি পলিপ্যাকের মধ্যে রুপা পাওয়া যায়।পলাতক আসামী মোঃ আব্দুল হান্নান, প্রোঃ মেহেদী জুয়েলারী এন্ড স্টোর প্যারাডাইস সুপার মার্কেট সোনারপট্টি পাবনা এর নিকট হতে নিয়া দিনাজপুর জেলার হিলি বর্ডার দিয়া অবৈধ ভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। রুপার ওজন মোট ১০কেজি ৫২৩ গ্রাম, মুল-৯,০৫,০০০ জব্দ করা হয়। চাটমোহর থানার মামলা নং-২১, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(এ) রুজু করা হয়।
Attachments area