মশিউর রহমান টুটুলঃ জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের ঝালর চর পূর্বপাড়া গ্রামে এই অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় ও ভোক্তভোগী পরিবারের সদস্যরা বলেন , কৃষক সুুরুজ আলী আকন্দের গোঁয়াল ঘরে দেওয়া কয়ালের আগুন থেকে ঘটনার সূত্রপাত ঘটে।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে,ডাকচিৎকারে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনি,আর ততক্ষনে সুরুজ আলী আকন্দের ১টি গোঁয়াল ঘর ও ঘরে থাকা ২ টি দোয়াল মহিষ ও ৬টি ছাগল পুড়ে এবং তার ভাই রুস্তম আলীর একটি ঘর পুড়ে ভূস্মীভূত হয়ে যায়।এতে করে দুই ভায়ের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, খবর পেয়েই বকশীগঞ্জের ফায়ার সার্ভিস দ্রুত সেখানে ছুটে যান এবং তারা যাওয়ার আগেই এলাকা বাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।আমি ঐ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান সরকারি ভাবে তাদের সর্বাত্তক সহযোগিতা আশ্বাস দেন ।