আলী সোহেলঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজারে একটি ছোট সেতুর মাধ্যমে সংযোগ স্থাপন করেছে কুড়িখাই ও বোয়ালিয়া গ্রামের। এই দুইটি গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সাধারণ মানুষও ব্যবহার করে এই রাস্তাটি। কুড়িখাই ও বোয়ালিয়া গ্রামের সাধারণ জনগণের চলাচলের একমাত্র সংযোগ সেতুটির রেলিং ভেঙে গেছে প্রায় এক যুগের কাছাকাছি সময় হয়েছে। কুড়িখাই ও বোয়ালিয়া এই দুই অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এ ব্রিজ দিয়ে পারাপার হয়ে থাকে।
প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, সিএনজি, অটোরিক্সা, ভারী যানবাহন নিয়ে পারাপার করতে গিয়ে দূর্ঘটনার আশংকা করছে এই এলাকার লোকজন। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মুমুরদিয়া ইউনিয়ন ও কটিয়াদী পৌরসভার সীমান্তবর্তী হওয়ায় সেতুটির নির্মাণ কাজে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে তৈয়ারিকৃত ব্রিজটির উপর দিয়ে কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই ও বোয়ালিয়া গ্রামের এই দুই অঞ্চলের হাজার হাজার মানুষ সহ বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিনই চলাচল করে থাকে। ছাড়াও পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সাধারণ মানুষও ব্যবহার করে এই রাস্তাটি। ব্রীজের রেলিং ভেঙে যাওয়ায় হুমকির মুখে পড়েছে যাতায়াত ব্যাবস্থা।
প্রতিদিনই এই রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে। ব্রিজটির রেলিং ভেঙে যাওয়ায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছোট গাড়ি সহ ভারী যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে। এমতাবস্থায় এই ব্রিজটির দ্রুত মেরামত করা না হলে, যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হবার সম্ভাবনা আছে।কুড়িখাই ও বোয়ালিয়া এই দুই গ্রামের সংযোগ সড়কের ছোট সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ মহোদয়ের কাছে জোর দাবি সাধারণ জনগণের।