মোহাম্মদ তাজুল ইসলামঃ গাজীপুরের টংগীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি শিরিন কে আটক করেছে টংগী পশ্চিম থানা পুলিশ। গতকাল (২৩ এপ্রিল) শুক্রবার রাত ১১ টায় টংগী পশ্চিম থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কলেজ রোড মধ্য আউচ পাড়া শাকিল সরণী রোডে খান সাহেবের বাড়ী নিচতলা থেকে ফেন্সিডিল সহ শিরিন আক্তার (২৯) নামে এক মাদক কারবারি কে আটক করেছে।
বিশেষ সূত্রে জানা যায়, শিরিন আক্তার বিভিন্ন নাম ঠিকানা গোপন করে টংঙ্গীর বিভিন্ন স্থানে বেশ কয়েক বছর ধরে সফিউদ্দিন রোড, কলেজ রোডে, মোক্তার বাড়ী রোড, সুরতরঙ্গ রোডে বিভিন্ন মাদক সেবীর কাছে ফেন্সিডিল বিক্রি করে আসছিলো।সে কোন বাড়ীতে তিন মাসের অধিক ভাড়া থাকতে পারতো না। আশে পাশের লোকজন ও বাড়ীওয়ালারা তার চলাচলের গতি বিধি দেখে সন্দেহ করতো, এছাড়া তার বাসায় ছিলো বিভিন্ন লোকের আনা গোনা।
খোঁজ নিয়ে জানা যায়, তার স্বামী ও এক জন মাদক ব্যবসায়ী সে ও উত্তরার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। তারা স্বামী স্ত্রী দুই জনই মাদক ব্যবসা করে একজন টংগীতে আরেক জন উত্তরায় গত পাঁচ মাসে তারা বাসা বদলেছে মোট ৪ বার। স্ত্রী’র আটকের খবর শোনে স্বামী গা’ডাকা দিয়েছে। বর্তমানে তার স্বামী পলাতক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এই মাদক কারবারের সাথে কারা কারা জরিত বা কোন ব্যক্তিরা জরিত তা খোজে বের করার চেষ্টা করছে” সর্ব শেষ জানা যায়, তার বিরুদ্ধে টংগী পশ্চিম থানায় মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।