সাখাওয়াৎ হোসেনঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শরিফুল ইসলাম জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। সুন্দর করে কথা বলা শরিফুল বুদ্ধিমত্তায়ও পিছিয়ে নেই। ভাগ্যের নির্মম পরিহাস শরিফুল জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তার স্ত্রী সন্তানও আছে কিন্তু সে পারে না সমাজের অন্য দশজনের মত হাটতে,চলতে-ফিরতে।
জীবন জীবিকার সন্ধানে হাত পা ব্যবহার করে কাজ না করতে পারা শরিফুল একটি ভ্যানে করে বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করে। শরিফুলের সঙ্গে কথা বলে জানতে পারলাম তার মনের অব্যক্ত কিছু কথা। একটা পর্যায়ে বলেই ফেললো আমাকে ভিক্ষাবৃত্তি করার প্রয়োজন ছিল না,এটা করি স্ত্রী সন্তানদের জন্য। তাদেরকে বেঁচে রাখতে,দুমুঠো ভাতের জন্য দাঁড়িয়ে থাকতে না পারা শরিফুলও থামিয়ে নেই। শরিফুল বললো,তার নামে প্রতিবন্ধী কার্ডও রয়েছে কিন্তু সামান্য কয়েকটি টাকা দিয়ে একজন মানুষের এ চলা অসম্ভব আর তা দিয়ে আমি কিভাবে স্ত্রী সন্তান চালাই।
শরিফুলের প্রবল ইচ্ছে তার সন্তানকে লেখাপড়া শিখাবে,বড় করবে এবং দেখাবে আলোর পথ। তাকে প্রশ্ন করলে এ কথাগুলো অকপটে আমাকে খুলে বললো। শরিফুলও বাঁচতে চায়,বাঁচাতে চায় স্ত্রী সন্তানদের। সন্তানকে লেখাপড়া শিখিয়ে দেখাতে চায় আলোর পথ।