সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।শনিবার (২৪ এপ্রিল)সকালে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের বাসেদ খাঁনের ছেলে মান্নান খাঁন (৩২)।পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।কালিয়াকৈর ফায়ার সার্ভিস মৃতদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায়নি।
এলাকাবাসী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো শনিবার সকালে জীবিকা নির্বাহের জন্য অটোরিক্সা নিয়ে কাজের সন্ধানে বাড়ি থেকে বেড় হয় নিহত মান্নান।পরে কালিয়াকৈর থেকে ফুলবাড়ীয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মৃতদেহটি ট্রাকের নিচে চাপা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কবিরুল আলম বলেন,”খবর পেয়ে ফায়ার সাভির্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।”কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কালাম জানান,”ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।তবে ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায়নি।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”