বিপ্লব আচার্য্য সুজন: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা চরম অবনতি,বাড়ছে চুরি,মাদকব্যবসা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড।সম্প্রতি শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাকারবারীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে আশংকাজনক হারে।ফলে এলাকায় চুরি, ছিনতাই,চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন খান বলেন,আমরা যতটুকু সম্ভব আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাচ্ছি।তবে,আইনশৃঙ্খলা বাহিনীর দূর্বলতার সুযোগে দূর্বৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠে।তিনি বলেন,গত ২১ এপ্রিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি রঙ্গু মির্জার ২ লক্ষ টাকা মূল্যের ২ টি ষাড় গরু এবং ঐদিন দিনের বেলায় পরমানন্দপুর গ্রামের তাউছ মিয়ার একটি গরু চুরি করে নিয়ে যায়।এ ছাড়া সুরমা চা বাগানে মহঝিল এলাকা থেকে দিনে দুপুরে চা শ্রমিকের গরু চুরি করে।
সীমান্তবর্তী এলাকা ভান্ডারুয়া,জামালপুর,তেলিয়াপাড়া চা বাগান,সুরমা চা বাগান এলাকায় অপেন সিক্রেট চলছে মাদক বেচা-কেনা।স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মাদক চোরাকারবারীরা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকান্ড।এ রকম পরিস্থিতিতে আমি মাসিক আইনশৃঙ্খলা সভায় কথাগুলো তোলে ধরেছি।কিন্তু এর কোন প্রতিকার চোখে পড়ছে না।তিনি বলেন ঐতিহাসিক তেলিয়াপাড়ায় আজ মাদকের আখড়া।হয়তো আমার কথা গুলো পত্রিকায় প্রকাশ পেলে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে আসবে বলে আমি মনে করি।