সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের পূর্ব সদরচালা এলাকায় গতকাল (২৩ ই এপ্রিল) শুক্রবার রাতে বিয়ে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।মৃত কিশোর হলো উপজেলার সদরচালা গ্রামের আক্তার হোসেন মিরাজের ছেলে আল আরাব (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়,বেশ কিছু দিন যাবত মৃত আরাব কথিত প্রেমিকাকে বিয়ের জন্য বাবা মিরাজের সাথে অভিমান করে ছিল।গত শুক্রবার রাতে বোনের বাসা থেকে রাতের খাবার খেয়ে নিজ রুমে চলে যায়।এর পর বড় ভাই আল ফাহাদ রাত এগারো টায় তার রুমে প্রবেশ করে দেখতে পায় ছোট ভাই আরাব ঘরের আড়ার সাথে তোয়ালে গলায়া পেচিয়ে ঝুলে আছে।এ সময় তার চিৎকারে পরিবারে বাকি সদস্যরা ছুটে সেখানে যায়।পরে রাত একটায় কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির এস আই মফিজ জানান,”খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।পরিবারের অনুরোধে লাশটি পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে ফিরত দিয়েছি।তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ।