গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের কুড়িপাইকা গ্রাম হতে বিপুল (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপুল ঐ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের লাজু শেখের ছেলে।
বিপুলের স্বজনরা জানান শনিবার(২৪এপ্রিল) দুপুর বেলা পানির বোতল নিয়ে বাড়ী থেকে বের হয় বিপুল।এরপর বিকেল বেলা খবর পান একই ইউনিয়নের কুড়িপাইকা এলাকার এক আম গাছের সাথে বিপুলের দেহ ঝুলছে।ঘটনাস্থলে গিয়ে বিপুলের স্বজনরা গাছে ঝুলন্ত দেখে পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজান হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ এস আই আরিফ হোসেন এসে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের কর্মিদের সহায়তায় লাশ গাছ থেকে নামিয়ে সুরত হাল রির্পোট সম্পন্ন করে লাশ থানায় নিয়ে যায়।
প্রতিবেশীরা জানান,বিপুল কয়েক দিন হল তার শ্রমিক বাবা লাজুর কাছ থেকে ২০ হাজার টাকা মুল্যের এন্ড্রোয়েড মোবাইল ফোন কিনে চেয়ে আসছিলো।শ্রমিক বাবার সামর্থ্য না থাকায় মোবাইল কিনে দিতে পারেনি।ধারণা করা হচ্ছে এরই জেরে আজ দুপুরে অভিমান কারে বাড়ী থেকে বের হয় বিপুল।এরপর বাড়ীর অদূরে গিয়ে আমগাছে উঠে গলায় ফাঁস দেয়।