এনামুল মবিন(সবুজ): বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশে পরিলক্ষিত হওয়ার সাথে সাথে এ দেশের সরকারের লকডাউন যেমন সফলতা বয়ে নিয়ে এসেছে। আর এই সফলতার একটি বড় অংশের দাবীদার নিসন্দেহে বাংলাদেশ পুলিশ বাহিনীর। লকডাউনে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশে ও বাংলাদেশ পুলিশ হেডকোয়াটারের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় কঠোর অবস্থানে রংপুর বিভাগের দিনাজপুর জেলাধীন বগুড়া রিজিওনের দশমাইল হাইওয়ে থানা। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দশমাইল হাইওয়ে থানা সর্বদা তৎপর।
আজ রবিবার(২৫ এপ্রিল) সকাল থেকে দশমাইল হাইওয়ে থানার কর্মরত অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কেরামত আলীর নেতৃত্বে এস,আই ননী গোপাল, দশমাইল হাইওয়ে থানার(সার্জেন্ট)বকুল রানী,এ,এস,আই মোঃ সেলিম এ,এস,আই মিঠুন ও এ,এস,আই এসএ ভবানিসহ দশমাইল হাইওয়ে থানার সকল পুলিশ সদস্যরা একযোগে কাজ করে যাচ্ছেন।
উত্তরবঙ্গের মূল প্রবেশ পথের প্রধান মহাসড়কে অবস্থিত দশমাইল হাইওয়ে থানা। বিশ্বব্যাপী করোনা মহামারী ২য় ধাপে অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ অনুযায়ী ১৪-ই এপ্রিল থেকে সারাদেশে পালিত হচ্ছে কঠোর লকডাউন। এই ভয়াবহ পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছেন দশমাইল হাইওয়ে থানা। জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধির ও সুরক্ষার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন। রংপুর ও দিনাজপুর মহা সড়ক এর মাঝে দশমাইল হাইওয়ে থানা কর্তৃক থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে সরকার নির্ধারিত ২য় দফার সর্বাত্মক লকডাউন কার্যকর করার জন্য সকল সরকারি বিধিনিষেধ পালনে জনগনকে সচেতন ও বাধ্য করা হয়।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার কর্মরত অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কেরামত আলীর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দেশ সেবা কে বলেন, মহামারী করোনা প্রতিরোধে দশমাইল হাইওয়ে থানা সর্বদা তৎপর।সরকার নির্ধারিত ২য় দফার সর্বাত্মক লকডাউন কার্যকর করার জন্য সকল সরকারি বিধিনিষেধ পালনে জনগনকে সচেতন করছি আমরা।আমরা রাস্তায় নেমেছি সাধারণ জনগনের কথা মাথায় রেখে। যেন তারা বিনা কারণে বাইরে বের না হয়।
এদিকে দশমাইল হাইওয়ে থানার(সার্জেন্ট)বকুল রানীর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দেশ সেবা কে বলেন,করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থের স্বাস্থ্য সুরক্ষায় পন্যবাহী যানবাহন চলাচল করছে। আপনারা জরুরী প্রয়োজন ব্যতিত বাসা থেকে বের হবেন না। দেশপ্রেমিক হিসাবে সরকারী আদেশ মান্য করুন। আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে রাস্তায় আছি, আপনারা ঘরে থেকে নিজ দায়িত্ব পালন করুন। আপনি সচেতন তো জাতি সুরক্ষিত।এসময় সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানানো হয় ।