সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সৈয়দপুরে করোনা চিকিৎসায় ভন্ড কবিরাজ সুবেদার ফাঁদ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৬, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ

আমিরুল হকঃ নীলফামারীর সৈয়দপুরে ভন্ড কবিরাজের প্রতারণা বেড়েই চলেছে। তাদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে গ্রামের সহজ-সরল মানুষ। করোনাসহ সর্বরোগ সারানোর কথা বলে ওইসব ভন্ড সাধুরা ঝাঁড়-ফুক, পানিপড়া আর তাবিজ-কবজ দিয়ে প্রতারণার মাধ্যমে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। আর তাদের এ প্রতারণার কাজে সহযোগিতা করছেন তারই পাতানো স্থানীয় কয়েকজন চামচা।

সরেজমিনে দেখা যায়, শহরের হাতিখানা কুদরুতউল্লাহ সড়কের মৃত আবু বক্কর সিসিদ্দকের স্ত্রী সুবেদা খাতুন (৬০)। যিনি মাস কয়েক আগেও মানুষের বাড়িতে কাজ করে জীবন নির্বাহ করতেন। সেই সুবেদা আজ মস্ত বড় সাধু বা কবিরাজ বনেগেছেন। তিনি সর্বরোগের চিকিংসা করেন ঝাড়-ফকু, আদা-লং পড়া আর তাবিজ-কবজ দিয়ে। তার নামডাকও ছড়িয়েছে গোটা জেলায়। তিনি সকাল থেকে রাত পর্যন্ত নারী-পুরুষের চিকিৎসা করে থাকেন। তবে তার চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল।

সুবেদা খাতুন করোনাসহ বন্ধ্যা নারীদের সন্তান হওয়া, অল্প বয়সে চুল পাকা, প্রতিবন্ধী শিশুদের ভালো করা, প্রেমিক-প্রেমিকাকে পাওয়ে দেয়া, জিন-ভূত তাড়ানো, যেসব নারীদের বয়স পেরিয়ে গেলেও বিয়ে হচ্ছে না, ক্যান্সার, ডায়াবেটিকস, আমাশয়, গ্যাস্ট্রিক, পিত্তথলিতে পাথর, প্যারালাইস, বাতের ব্যথা, হাঁপানীও করোনাসহ নানা জটিল ও কঠিন রোগের চিকিৎসা করেন। আর রোগের ধরন দেখে চিকিৎসার ফি নিচ্ছেন ১০০ থেকে ১ হাজার টাকা।

এ ব্যাপারে সুবেদার কাছে শিক্ষাবিদ্যা কত দূর জানতে চাইলে তিনি বলেন, অভাবের কারণে স্কুলে যেতে পারিনি। তবে এখন শুধু নাম লিখতে পারি। স্বামী মাটি কাটার কাজ করতেন। তিনি মারা যাওয়ার পর অভাবের কারণে মানুষের বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করে সংসারের ঘানি টেনেছি। এখন বাড়িতেই আসর বসিয়ে সর্বরোগের ঝাড়-ফু আর পানি পড়া দিয়ে মানুষের কাছ থেকে যে টাকা পাই তাতে আর কোন অভাব হয় না। তিনি দাবী করেন তার ঝাড়-ফুক আর আদা পড়া দিয়ে করোনা রোগীও ভালো হয়ে যাবে।

তবে সাধারণ মানুষ এখনো বুঝতে পারেনি সুবেদার কবিরাজি পুরোটাই প্রতারণা। প্রতিনিয়তই প্রশাসনের চোখের সামনে এ প্রতারণা হলেও তার
বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দেশের আনাচে দেখা যায় কবিরাজ। গ্রাম এলাকার হাটবাজার তো বটেই শহরেও দেখা মেলে কবিরাজদের।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

উত্তরবঙ্গের দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু! ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৭ : সুস্থ্য ৬২।

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের মামলায় সেই এএসপি সারোয়ারের বিরুদ্ধে তদন্তে (দুদক)।

নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি আটক

তালায় প্রতিহিংসার জেরে নির্মাণাধীন বসত-বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুর ছোনকার চন্ডিপুরে দুর্ধর্ষ চুরি

শরণখোলায় মাদক সম্রাট জাহিদ গ্রেফতার

 ফেন্সিডিল সহ ০২ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাংলাদেশ প্রেসক্লাব কমিটি গঠন সভাপতি- আশরাফুল  ও সাধারণ সম্পাদক -তওহিদ হাসান 

মহাস্থান শীলা দেবীর ঘাট মহাশশ্মানের উন্নয়নে সকল কাজ করা হবে-ডিসি বগুড়া !

Design and Developed by BY AKATONMOY HOST BD