জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ২৫/০৪/২০২১ তারিখে পাবনা জেলা গোয়েন্দা শাখা একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাবনা জেলার আতাইকুলা থানাধীন রঘুনাথপুর এলাকায় আসামী ১। মোঃ মনিরুল ইসলাম (৩০), সাং-রঘুনাথপুর মন্ডলপাড়া, ২। মোঃ আমির হামজা (৩১), সাং-রঘুনাথপুর পল্লী বিদ্যুৎ রোড,৩। মোঃ শরিফুল ইসলাম (২৫), সাং-পুষ্পপাড়া পশ্চিমপাড়া, সর্ব থানা-আতাইকুলা,জেলা পাবনা।
আসামিদেরকে গ্রেফতার করে তাদের হেফাজতে এবং পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম শান্ত (৩৫) সাং-মধুপুর পূর্বপাড়া,থানা-আতাইকুলা, আসামিদের ফেলে যাওয়া সর্বমোট ৪৫০পিচ ইয়াবাট্যাবলেট এবং একটি মোবাইল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ পাবনা। এই সংক্রান্তে পাবনা জেলার আতাইকুলা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।