আবু রাইহানঃ পোরশায় গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিতপুর খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা রতন কুমার, নিতপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন ও সরাইগাছি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তোরাব, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কৃষকবৃন্দ। এবারে উপজেলার দুইটি খাদ্য গুদামের মাধ্যমে ২৮ টাকা কেজি দরে ১ হাজার ৩৩৫ মেট্রিকটন গম ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।