মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে জেলের হাতে জেলে খুন

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৭, ২০২১ ১২:১৯ পূর্বাহ্ণ

শামীম হোসাইনঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পশারিবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জেলের নাম পরেশ হাওলাদার (৬০)। তিনি পশারিবুনিয়া গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

 

নিহতের স্বজনরা জানান, রোববার রাত ১০টার দিকে পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া জুগির খালে জাল ফেলতে যান ওই গ্রামের তিন জেলে। এসময় একই স্থানে আগ থেকেই জাল দিয়ে মাছ ধরছিলেন পরেশ। তাই তিনি ওই তিনজনকে সেখানে জাল ফেলতে নিষেধ করেন। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই তিন জেলে মিলে পরেশকে মারধর করেন। মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরেশ দৌড়ে কাছেই তার বাড়িতে
যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

 

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস।তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রত হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD