হাসানুজ্জামানঃ মনের ভুলে বিষপান করে হাসপাতালে ভর্তি, রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করার পর তার মৃত্যু এই মর্মে গুজব ছড়িয়ে ঢাকা থেকে ওই রোগীকে মেহেরপুরে আনার পর সে রোগী সুস্থ। মৃত্যু হওয়ার গুজব ছড়ান ওই রোগীর মা।জানা গেছে মেহেরপুর সদর উপজেলা দিঘির পাড়া গ্রামের রফিকুল এর স্ত্রী শাহিনা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে তার মেয়েদের নিয়ে ঢাকাতে অবস্থান করে।
রবিবার ঢাকাস্থ তার বাড়িতে এনে রাখা তেলা পোকা মারা বিষ মনের ভুলে পান করে রফিকের মেয়ে মিম। বিষয়টি তার মা বুঝতে পেরে দ্রুত মীমকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পর সেখানে বিস্তারিত জানানো হলে মীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অন্যত্র রেফার্ড করেন। রেফার্ড করা কাগজও মিমের মায়ের হাতে তুলে দেওয়া হয়। এরপরই চলে মিমের মৃত্যুর সাজানো নাটক।
মিম মারা গেছে এ কথা প্রচার করে মিমের মা শাহিনা খাতুন এক মাইক্রো চালকের সঙ্গে কথা বলেন, পরে ওই মাইক্রোযোগে তাকে মেহেরপুরে নেওয়া হয়। ঢাকা থেকে মেহেরপুর আসার পথে পথিমধ্যে মিম কথা বলে। সোমবার ভোরের দিকে মিমকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মিম সুস্থ রয়েছেন। তবে কি কারণে মীমকে মৃত্যু ঘোষণা করা হলো? মিমের মা এ ব্যাপারে কিছুই বলতে চাচ্ছেন না। বিষয়টি নিয়ে রহস্যের দানা বাধতে শুরু করেছে ।