মাসুদ রেজাঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কাঁচামাল ব্যবসায়ীসহ ১০জন নির্মান শ্রমিকের সর্বস্ব খোয়া গেছে । সোমবার দুপরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক থেকে তাদের উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জামাল, হায়াতুল, সুজন, মানিক, মামুন হামিদুর, রহিত ও অসীম ও তিন কাঁচামাল ব্যবসায়ী রবিবার রাতে বাড়িতে আসার উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে ট্রাক যোগে রওনা দেন। বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় এসে পৌছালে ট্রাকের হেলপার ও অজ্ঞান পার্টির সদস্যরা তাদের পাউরুটি ও কলা খাওয়ানোর পর তারা সবাই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
সোমবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তাদের জ্ঞান ফেরে এবং তারা এ ঘটনার বিস্তারিত পুলিশকে জানান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান তাদের প্রাথমিক চিকিৎসার পর দুপুরে তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলার বিভিন্ন গ্রামের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।