সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈরে হত্যার ভয় দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বাবা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
উপজেলার বোর্ডমিল ময়েজউদ্দিন ফ্যাক্টরির গেইট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে,গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার জালাল উদ্দিনের পুত্র ইব্রাহিম সরকার তার স্ত্রী ও সন্তান কে নিয়ে কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল ময়েজউদ্দিন ফ্যাক্টরির গেইট এলাকার বাবুল সিকদারের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
স্থানীয় লোকজন জনান ধর্ষক ইব্রাহিম একজন চিহ্নিত মাদকসেবী।পরিবারের প্রতি তার কোন দায়িত্ববোধ ছিল না। নিজে কোন আয় উপার্জনও করতেন না।তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে সংসারের ঘানি টানতেন।বাসায় স্ত্রীর অনুপস্থিতিতে পাষন্ড পিতা তার ১৪ বছরের কিশোরী কন্যাকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।এ ঘটনাটি জানতে পেরে সোমবার (২৬ এপ্রিল) সকালে ইব্রাহিমের স্ত্রী ৯৯৯ সার্ভিসে ফোন করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন।ফোনে অভিযোগ পেয়ে ঐদিন দপুরে কালিয়াকৈর থানা পুলিশ ধর্ষক পিতা ইব্রাহিমকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ওসি স্যারের নির্দেশে উপজেলার বোর্ডমিল এলাকা থেকে ধর্ষক ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় ধর্ষকের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।