মারুফ হাসানঃ ২৬শে এপ্রিল ভোরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলার কালিকুঠি গ্রামে গরুচোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে । এ সময় আহত হয়েছেন পাঁচজন । এ ঘটনায় নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি । নিহতের আনুমানিক বয়স ধরা হয়েছে ৪০ বছর ।
এদিকে আহত পাঁচজন ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের আলমগীর হোসেন (৩৫), নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার গাজী হোসেন (৩৪), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাহিদ মিয়া(২৮), বগুড়া সদর উপজেলার দেলোয়ার হোসেন (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাসান আলি (৩২)।আহত পাঁচজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম ।
জানা গেছে, সোমবার ভোরে গরু চোরের একটি চক্র কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালিকুঠি গ্রামে প্রবেশ করে । এদিকে গরু চোরের প্রবেশ এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে চোরদের ধরে ফেলে । এবং এলাকাবাসী সম্মিলিতভাবে চোরদের গণপিটুনি দেয় । এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় পাঁচ জন । আহত পাঁচ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে ।