রাজু হোসেনঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নে সরকারী খালের মাঝখানে বেঁড়া দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে।১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা গাইনের বাড়ির ব্রিজ থেকে শুরু করে পশ্চিম শেখপুরা বৌদ্ধের বাড়ির ব্রিজ পর্যন্ত একটি পক্ষ। আবার, পশ্চিম শেখপুরা বৌদ্ধের বাড়ির ব্রিজ থেকে শুরু করে কাওয়ালীডাঙ্গা টুন্নার বাড়ির ব্রিজ পর্যন্ত আরেকটি পক্ষ অবৈধভাবে মাছ চাষ করে আসছে।
রামগঞ্জে ওয়াবদা খালের মাঝখানে বেঁড়া দিয়ে মাছ চাষ করে একক ভাবে সুবিধা ভোগ করে করতেছে মানুষ। কোনো রকম সরকারী অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাব খাঁটিয়ে তারা একক ভাবে এই চাষ করে বলে জানা যায়।সরোজমিনে গেলে অভিযোগের সত্যতার প্রমান মিলে। স্থানীয় শাহাদাত, সাহজাহান, নূর হোসেনসহ কয়েকজন মিলে গাইনের বাড়ির ব্রিজ থেকে বৌদ্ধের বাড়ির ব্রিজ পর্যন্ত খালের মাঝখানে বেঁড়া দিয়ে মাছ চাষ করে ৭/৮ বছর ধরে। সুবিধা শুধুমাত্র নিজেরাই ভোগ করে আসতেছে।
অপর পক্ষ পশ্চিম শেখপুরা বৌদ্ধের বাড়ির ব্রিজ থেকে শুরু করে কাওয়ালীডাঙ্গা টুন্নার বাড়ির ব্রিজ পর্যন্ত এই বছরে মাছ চাষ শুরু করেছে বাচ্চু, বতু, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইফলসহ আরো অনেকে। তবে ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইফলের সাথে কথা বলে জানা গেল, উনারা এই বছর সর্বপ্রথম এখানে মাছ চাষ করতেছে। মাছ চাষে যতটুকু লাভ হবে ঐ অংশটুকু মসজিদ ও একটি মাজারে দান করবেন। অন্যদিকে নূর হোসেনের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।