মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ঘোড়াশালে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৭, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ

কাউছার মিয়াঃ নরসিংদীর পলাশে সড়ক দূর্ঘটনায় ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঘোড়াশাল – পাঁচদোনা আঞ্জলিক মহাসড়কের উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। তিনি নরসিংদীর মাক্সকো গ্রুপে চাকুরি করতেন। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে নিহত মিঠু মোটরসাইকেল যোগে ঘোড়াশাল থেকে নরসিংদী অভিমুখে যাচ্ছিলেন। তিনি ঘোড়াশালের ভাগদী নামক এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ভারী কোন যানবাহন চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও তিনি ছিটকে রাস্তার মাঝে পড়েন।

এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, লকডাউনের কারণে রাস্তায় মানুষ কম ছিলো আর রাস্তার পাশের দোকান ও বন্ধ ছিলো। এজন্য কোন যানবাহন মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। তবে ভারী কোন যানবাহনের ধারাই এ দূর্ঘটনা ঘটেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD