মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

পাবনায় রমজান মাসে ফলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৭, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ

জাহিদুল ইসলাম নিক্কন: আমদানি নির্ভর বিভিন্ন ফলমূল বাজারে পর্যাপ্ত থাকলেও দেশী বিভিন্ন ফলমূলের দাম আকাশ ছোঁয়া। ফলে বিপাকে পড়েছে বর্তমানে রোজাদার ভোক্তারা। পাবনার ও ঈশ্বরদীতে ফল ব্যবসায়ীরা রমজান মাসে সব ধরনের ফলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে দিয়েছে। হঠাৎ করে এসব ফলমূলের মূল্য বৃদ্ধিতে খুচরা পর্যায়ের ক্রেতা-বিক্রেতাদের সাথে বাক-বিপত্তির ঘটনাও ঘটছে।

 

অভিযোগ রয়েছে, রমজান মাসের ফলের বাজার চাঙ্গা রাখতে পাবনার ও ঈশ্বরদী ফলের ব্যবসা নিয়ন্ত্রণ পাইকারী মহাজনরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দামের তাপ বাড়িয়েছেন। তবে মহাজনরা এ অভিযোগ অস্বীকার করে বলছেন চাহিদার তুলনায় কম আমদানি হচ্ছে। দেশের বড় মোকাম বন্দরেই অস্বাভাবিক হারে ফল বেচা-কেনা হচ্ছে। করোনা কালে আমদানি স্বাভাবিক না হওয়া পযন্ত এ অবস্থা চলবে বলে তারা আশঙ্কা করছেন।

 

এদিকে দেশী ফল তরমুজ, বাঙ্গি, বেল, নোনা ফলসহ বিভিন্ন দেশীয় ফলমূলের বাজার ব্যপক চড়া মূলে বিক্রি করছেন বিক্রেতারা। বাজারে পর্যাপ্ত ফলে সরবরাহ থাকলেও ও চাহিদা বেশি থাকায় সমস্যায় পড়ছেন ক্রেতা-বিক্রেতারা।ফলে খুচরা বাজারে আপেল, কমলা, আঙুর, মালটা, কেনু প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে অস্বাভাবিক হারে ফল মূলের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে।

 

এদিকে তরমুজ ৩০ টাকা কেজি হলেও হঠাৎ করে সেই তরমুজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা ভোক্তারা দাবী করেন, বর্তমান বাজার দেখে মনে হয় না দেশে সরকার ভোক্তা অধিকার নিয়ে একটি দপ্তর রেখেছেন। বাজার মনিটরিং করার জন্য লোক আছে? নাকি তারা বিশেষ সুবিধা নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন।তারা আরো দাবী করেন বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের অতিসত্বর বাজারের দিকে নজরদারী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তারা। ব্যবসায়ীরা আরো বলেন, কোন কৃত্রিম সংকট নয়, আমদানি কম থাকায় বাজার বৃদ্ধি পেয়েছে। আমদানি স্বাভাবিক হলে কেবল বাজারে ফলের মূল্য কমবে বলে জানান তিনি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রফতার

চিলাহাটি রেলওয়ে স্টেশনে যত অনিয়ম- দূর্নীতি

খেলতে খেলতে গলায় ফাঁস লেগে প্রাণ গেল শিশুর

দিনাজপুর চিরিরবন্দরে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ প্রকল্পের মাস্ক বিতরণ উদ্বোধন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ পশুরাম থানা কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ২

পৌরসভায় নব-নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন প্রশাসক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড়ের ৩টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধুর ম্যুরালে পোস্টার লাগিয়ে অবমাননা আটক এক

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ে ২৫টি দোকান ছাই।

রাজশাহীর পবা উপজেলায়   রাজনৈতিক প্রতিহিংসায় সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

Design and Developed by BY REHOST BD