সালাহউদ্দিন জিকুঃ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে মোঃ শফি(৩২) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্র।১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইউপির চুরামনি নামক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা ভাড়ায় চালিত মোটরসাইকেলের সীটের নীচে পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ পিছ ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত মোঃ শফি ড্রাইভার দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ডস্থ দুলাচান এলাকার মোঃ ইউচুপ প্রকাশ ইসহাকের পুত্র।অভিযানে নেতৃত্ব দেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ গোলাম আপছার ও এএসআই মোহাম্মদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।ইনচার্জ গোলাম আপছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাড়ায় চালিত মোটর সাইকেলের সীটের নীচে কালো পলিথিন এ মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী শফিকে গ্রেফতার করি।আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।