বাগেরহাট প্রতিনিধিঃ মোংলা পোর্ট পৌরসভার ৭ নং ওয়ার্ডের খোঁচেরডাঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে “ছেলের হাতে মা খুন” এর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল’২১) দুপুর সাড়ে তিনটার দিক হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে মোংলা পৌর শহরের খোঁচের ডাঙ্গা এলাকায়। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে সহ তার স্ত্রীকে আটক করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলে আসছিলো এ নিয়ে এলাকায় অনেকবার সালিশ মীমাংসা করা হলেও কোন সুরাহা করা সম্ভব হয় নি।যার ফলে আজ দুপুরে ছেলে ও মায়ের ভিতর কথা কাটা কাটির চলতে থাকে।একপর্যায়ে ছেলে সুব্রত রায় (৪৫) উত্তেজিত হয়ে তার হাতে থাকা কোঁদাল দিয়ে তার আপন গর্ভধারিনী মা শৈবালিনী রায়ের (৬০) মাথায় আঘাত করে।আঘাতের সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।তাৎক্ষণিক স্হানীয়রা তাকে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গন তাকে মৃতঃ ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় ও তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) কে আটক করেছে মোংলা থানা পুলিশ।এই হত্যা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে, সচেতন মহল এহেন পৈচাশিক হত্যা কান্ডের আশু বিচার চায়।কারন আপন মা কে এভাবে খুন করাটা মেনে নিতে পারছেন না শান্তিপ্রিয় এলাকা বাসী।থানা সুত্রে জানা যায়- আমরা সংবাদ পেয়ে ঘটনা স্হলে পৌছাই এবং হাতে নাতে ঘাতক পুত্র ও পুত্র বধুকে আটক করি,মামলার পর আগামীকাল আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হবে।আইন মতে আসামীর বিচার হবে।এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।