বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নোয়াখালী সোনাইমুড়ীতে পুলিশি অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৮, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

ইব্রাহিমঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র উদ্ধার অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় আমিশাপাড়া ইউপির বটগ্রাম টু আবিরপাড়া রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানাসূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থানার ১০১০নং জিডি মূলে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান চলাকালে রাত সাড়ে ১০টার দিকে আমিশাপাড়া ইউপির আমিন বাজার হইতে বটগ্রাম রোড বিদ্যালয় মোড়ে প্রবেশ করলে পশ্চিম দিক থেকে আসা একটি মোটর সাইকেল দাড় করালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরহীরা পালিয়া যাওয়ার সময় তাদের আটক করে।
এসময় স্থানীয়দের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করলে মোঃ ফরহাদ (২৩) এর গলায় ঝুলানো ব্যাড মিন্টিন ব্যাগে দেশীয় তৈরি পাইপগান ও একটি সবুজ কার্তুজসহ সাদাকালো রঙ্গের এইচ পাওয়ার মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আবিরপাড়া গ্রামের জয়নাল আবদিনের ছেলে মোঃ ফরহাদ (২৩) ও মৃত নুর উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন (২২)। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD