বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

মাধবপুরে ১০কেজি গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৮, ২০২১ ১২:৩৮ পূর্বাহ্ণ

বিপ্লব আচার্য্য সুজনঃ হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে সাদমান সাকিব সাগর (১৯) ও রাব্বি হোসেন (১৯) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাগর ও রাব্বি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন কর্তৃক স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাদমান সাকিব সাগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উরিয়াইন গ্রামের সামসুদ্দিনের ছেলে ও রাব্বি হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতিআইন গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ এপ্রিল) রাত ৯ টার দিকে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল ও এএসপি কামরুজ্জামান এর যৌথ নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হাইওয়ে রাস্তার রতনপুর বাসস্ট্যান্ডের ওভার ব্রীজের নীচে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগর ও রাব্বিকে গ্রেফতার করা হয়।র‌্যাব জানায় প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD