আলী সোহেলঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজ উদ্যোগে অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেল ও পিঁয়াজ সহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু করেন ওসি।
এসময়, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু বকর, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, এএসআই আলামিন, এএসআই মোশাররফসহ চৌকিদার ও দফাদার উপস্থিত ছিলেন। ওসি সুলতান মাহমুদ বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কুলিয়ারচর থানার অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ হয়।
এক জন অসহায় পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি পিঁয়াজ প্যাকেজ হিসেবে বিতরণ করা হয়। তিনি আরো বলেন, ১ টি পৌরসভাসহ ৬ টি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।