বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৮, ২০২১ ১:২৫ পূর্বাহ্ণ

সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈরের দাড়িয়াপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানা যায়,কালিয়াকৈর উপজেলার দাড়িয়াপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন পৈতৃক সূত্রে মালিক হয়ে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করেন।
মঙ্গলবার সকালে ওই জমির মালিকানা দাবি করে একই এলাকার আবুল কালাম ও মনির হোসেনের নেতৃত্বে একদল লোক।তারা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ৫টি ঘর ও খুটি ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়।এ সময় তাদেরকে বাধা দিতে গেলে বিবাদীগণ হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।এ বিষয়ে ভূক্তভোগী শিক্ষক ফিরোজ হোসেন কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম জানান,ওই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।সকালে আমাদের ঘরগুলো আমরা নিজেরা ভেঙ্গে ফেলেছি ও মালামাল নিয়ে গেছি।”কালিয়াকৈর থানার সহকারী উপ পরির্দশক ইমরান হোসেন জানান,”অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD