শ্যামলী আক্তারঃ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ২৬ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৭৮টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৯৭টি (এর মধ্যে ৩৬টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), মেহেরপুর জেলার ১৬টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ২৪টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ০৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ০৯জন ব্যক্তির মধ্যে ০৭ জন সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার। কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৭জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) ইদগাহপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) মির্জানগর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ভেড়ামারা, কুষ্টিয়া।
মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) দৌলতপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৫৭৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪২৬০ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৬ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন।সামাজিক দুরত্ব মেনে চলুন।অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।