বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ডুমুরিয়ায় ধান কতন করলেন খুলনা জেলা প্রশাসক।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৮, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

রাশিদুজ্জামান লিটনঃ জেলাশাসকের উদ্যোগে ডুমুরিয়ায় ধান কাঁটা উৎসব পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের   নেতৃবৃন্দ গুটুদিয়া এলাকায় এ ধান কাটা উৎসব পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বর্তমানে সারাদেশে চলছে ধান কাটার মৌসুম। সমগ্র দেশের ন্যায় খুলনাতেও মহাসমারোহে চলছে ধান কাটার আয়োজন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে আজ খুলনার ডুমুরিয়ায় উদযাপিত হলো ধান কাটা উৎসব। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নমুনা শস্য কর্তন’-এর মাধ্যমে ধানু কাটা উৎসবের শুভ সূচনা করেন।
এ বছর খুলনা জেলার ৬০ হাজার ১২৫  হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমান সরকার কর্তৃক কৃষিতে ভর্তুকি প্রদান এই বাম্পার ফলনে সহায়ক ভূমিকা রেখেছে। কৃষকদের প্রণোদনা হিসেবে জেলার ২৫ হাজার কৃষকের প্রত্যেককে উন্নত মানের বীজ ধান, সার  সরবরাহ করায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
ধান কাটা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মাহবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমাম,ইউপি চেয়ারম্যান গাজী আবুল হাসান প্রমূখ।
সময় জেলা প্রশাসক উপস্থিত  সাংবাদিকদের বলেন, করোনাকালীন সময়ে দেশের কৃষি অর্থনীতি ও উৎপাদন ঠিক রাখতে সরকার কৃষকদের প্রণোদনা দিয়েছেন এবং কৃষি উপকরণের যথাযথ সরবরাহ নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন কর্তৃক খুলনার কৃষকদের মাঝে সরকার প্রদত্ত প্রণোদনা ও কৃষি উপকরণের সুষম বণ্টন নিশ্চিত করায় এবং সেই সাথে সরকারের নিয়মিত কৃষি বার্তা, কৃষি বিষয়ক পরামর্শ প্রদান এবং কৃষি বিভাগের নিবিড় কার্যক্রমের মাধ্যমে এই বাম্পার ফলন সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, খুলনার সাথে সাথে সারাদেশে এ বছর যে আশাব্যঞ্জক ফলন হয়েছে তা আমাদের খাদ্য নিরাপত্তাকে আরো সুসংহত করবে। কোভিডকালীন শত চ্যালেঞ্জের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও একান্ত সহযোগিতায় এমন অর্জন সত্যিই বিস্ময়কর ও গৌরবের বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

হেলিম মাওলানা সাহেবের কথায় রাস্তা থেকে সরে গেল শিমুল গাছটি।

শিবগঞ্জে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সৈয়দ নজরুল ইসলাম

পেকুয়ায় পুলিশের জালে ৫০ হাজার ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক প্রতারক কে গ্রেফতার করেছে র‍্যাব-১২

ভাঙ্গায় ইয়াবাসহ ৩জন আটক

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে নবজাতক শিশু।

কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন গৃহহীন ২৬টি পরিবার

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমিতে ঘরবাড়ি নির্মাণ।

ব্যানারে জয় বাংলা ও সৃষ্টিকর্তা সর্বশক্তিমান না লিখায় নির্বাহী অফিসার এর উপর ক্ষিপ্ত হাজারো জনতা 

২য় ধাপে টাঙ্গাইলের ১১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

Design and Developed by BY REHOST BD