আবুবকর ছিদ্দিকঃ ফের করোনা থাবা পড়েছে পার্বত্য এলাকা বান্দরবান জেলা শহরে। করোনা উপসর্গ নিয়ে বান্দরবানে সদরে টমটম চালক মোঃ হাসান নামক এক ব্যাক্তি মৃত্যু হয়েছে। নিহত মোঃ হাসান বাড়ি ক্যাচিংঘাটা এলাকায় বাসিন্দা। ২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটলে নিহত মোঃ হাসান বাড়ি সহ পাশ্ববর্তি ৯টি বাড়ি লকডাউন দেন উপজেলা প্রশাসন। তবে এই নিয়ে বান্দরবান জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জন।
নিহত পরিবার সুত্রে জানা যায়, নিহত টমটম চালক মোঃ হাসান প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেইখানে তার অবস্থা উন্নতি সাধিত না হলে প্রাথমিক চিকিৎসা শেষে তার মুখে অক্সিজেন লাগিয়ে উন্নতির জন্য দ্রুত এম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরবর্তিতে তাকে নিয়ে (চমেক) হাসপাতালে পৌছালে চিকিৎসক তার নমুনা নিয়ে পরিক্ষা পরে করোনা পজেটিভ আসে। পরে চিকিৎসাধিন অবস্থায় ভোররাতে চমেক হাসপাতালে টমটম চালক মোঃ হাসান’র মৃত্যু হয়। এইদিকে মোঃ হাসানের লাশ সকালে চট্টগ্রাম লোহাগাড়া নিজ গ্রামে বাড়িতে নিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।
বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু মার্মা জানান, সোমবার সন্ধ্যায় তাকে বান্দরবান সদর হাসপাতালে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় মোঃ হাসানকে। পরে তাকে চিকিৎসাধিত না হলে চমেক হাসপাতালে রেফার করা হয়। পরে সেইখানে তিনি মৃত্যুবরন করেন। করোনা ভাইরাসে মৃত্যু শুনে আশেপাশে বাড়ি গুলোকে লকডাউন জাড়ি করেছে উপজেলা প্রশাসন।