জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা ঈশ্বরদীতে কয়েকটি ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। পাবনা ঈশ্বরদী উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল অভিযান পরিচালনা করেন। নেশাজাতীয় অবৈধ ‘টাপেন্টা’ ঔষধ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে আটক এবং ৩০ হাজার জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ঈশ্বরদীর আজিজ ফার্মেসীর শামিম ইসলাম কে ১৫ হাজার টাকা, মোল্লা ফার্মেসীর আমিনুল ইসলাম কে ১০ হাজার টাকা এবং শিশির ফার্মেসীর আহাদ আলী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, অভিযান চালানোর সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ট্যাপন্টাডল, ইজিয়াম ট্যাবলেট ওব্রোমজিয়াম ট্যাবলেট, ইজিয়াম ইনজেকশন পাওয়া যায়।